পশ্চিম মেদিনীপুর:– প্রশাসনের ব্যবস্থাতেই পুলিশি সহযোগীতায় সুপারি কিলার দিয়ে হত্যা পশ্চিম মেদিনীপুরের লজ্জা। কেশিয়াড়ির খাজরায় ব্যবসায়ী বিভু রঞ্জন দাসের মৃত্যুর ঘটনাকে এভাবেই ব্যাখ্যা করলেন বিজেপির জেলা সভাপতি সমিত দাস। উল্লেখ্য ব্যবসায়ী বিভুরঞ্জন দাস এর মৃত্যু নিয়ে যে রাজনৈতিক টানাপোড়েন চলছে মেদিনীপুর জেলায় তা তৃণমূলের সৃষ্টি বলেই দাবি করেন সমিত বাবু। বিভু রঞ্জন দাসের গুলি করার পিছনে কেশিয়াড়ি থানার আইসি-কে ই দায়ী করেছেন বিজেপির জেলা সভাপতি। তার বক্তব্য তৃণমূল পুলিশি সহযোগীতায় সুপারি কিলার দিয়ে এই খুন করিয়েছে। এই খুনের পিছনে কে বা কারা দায়ী তার প্রকৃত তদন্তের দাবি জানিয়েছেন সমিত বাবু। তিনি সিবিআই তদন্তের দাবি জানান। তার বক্তব্য সঠিক তদন্ত হলেই বেরিয়ে যাবে আসল সত্য।
বিভুরঞ্জন দাস এর মৃত্যু নিয়ে রাজনৈতিক টানাপোড়েন তৃণমূলের সৃষ্টি – বিজেপির জেলা সভাপতি সমিত দাস
বৃহস্পতিবার,২৭/০৯/২০১৮
533
বাংলা এক্সপ্রেস---