আশাভবন সেন্টার উৎসবে মাতোয়ারা


বৃহস্পতিবার,২৭/০৯/২০১৮
532

আক্তারুল খাঁন---

হাওড়া: হাওড়া জেলার উলুবেড়িয়া থানার কাটিলা আশা ভবণ সেন্টারে সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন আবাসিক মেয়েরা ৬ বর্ষ দূর্গা পূজায় মেতে উঠেছেন।পুতুল মাইতির পরিচালনায় অনুষ্ঠিত হবে নানান ধরনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধন করবেন বিধায়ক পুলক রায় জানালেন আশা ভবণ সেন্টারের ডিরেক্টর জন মেরী বাড়ুই ও সম্পাদীকা শুকেশী বাড়ুই।উল্লেখ্য যে ৬ বর্ষ দূর্গা পূজায় থাকছে , ঢালাওভাবে ভূরীভোজ। আকর্ষণীয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।পূজা উদযাপন কমিটির সদস্যা পুতুল মাইতি জানালেন সর্ব ধর্ম সম্বন্নের লক্ষ্যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এর মতো এখানে নানান ধরনের ,বর্না ও ধর্মের বিশেষ চাহিদা সম্পন্ন আবাসিক মেয়েরা এখানে থাকে ।

শিক্ষা স্বাস্থ্য ক্রীড়ায় প্রতিভা বিকাশ ও কর্ম সংস্থানের জন্য আশা ভবণ সেন্টার কাটিলায় এবং অন্যান্য রাজ্যেও কাজ করে যাচ্ছে । আবাসিক দের মনোরঞ্জন করতে এই প্রয়াস কারণ।এরা অন্যান্য স্বাভাবিক জনদের মতো জীবন যাপন করতে অক্ষম। এইকারনে একঘেয়েমি কাটাতে লাগাতার সার্বিক প্রয়াশ চলছে তাইতো কেন্দ্রীয় ও রাজ্য সরকারের এবং বেশরকারি পুরষ্কার পর্যায়ক্রমে পেয়েচলেছে আশা ভবণ সেন্টার‌ ও তার আবাসিক মেয়েরা, জানান সদ‍্য পুরষ্কার প্রাপ্ত পুতুল মাইতি ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট