বনধে স্বাভাবিক ছিল রাজ্যের জনজীবন, গ্রেফতার ১৬০০, সাংবাদিক সম্মেলনে জানালেন এডিজি আইন-শৃঙ্খলা অনুজ শর্মা


বুধবার,২৬/০৯/২০১৮
625

বাংলা এক্সপ্রেস---

কলকাতা:ইসলামপুর ইস্যুতে বিজেপির ডাকা বাংলা বনধে কোন প্রভাব পড়েনি রাজ্যে। স্বাভাবিক ছিল রাজ্যের জনজীবন। সব কাজকর্মই আর পাঁচটা দিনের মতই চলেছে।এডিজি আইন-শৃঙ্খলা অনুজ শর্মা সাংবাদিক সম্মেলন করে বুধবার এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, বনধে সবকিছু স্বাভাবিক ছিল, শিল্পাঞ্চল চা বাগান বিশেষত স্কুলে হাজিরা ছিল স্বাভাবিক।

কিছু ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়। পুলিশ তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিচ্ছে।প্রিভেন্টিভ সেকশন এ অ্যারেস্ট করা হয়েছে ১৬০০ জনকে। স্পেসিফিক কেস এর অ্যারেস্ট করা হয়েছে ৫০ জনকে। যারা বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গ maintenance public order এই আইন কার্যকর করা হবে। তাদের কাছ থেকে ক্ষয়ক্ষতির টাকা আদায় করা হবে।

পুলিশকে হামলার ঘটনাও ঘটেছে আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট