বন্ধের সাড়া দিচ্ছেন সাধারণ মানুষ বলছেন বিজেপি কর্মী সমর্থকরা


বুধবার,২৬/০৯/২০১৮
419

আক্তারুল খাঁন---

 হাওড়া: উত্তর দিনাজপুরের গত ২০ সেপ্টেম্বর দাড়িভিট হাই স্কুলে ছাত্র হত‍্যার ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে।তরই প্রতিবাদে বিজেপি ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে। বন্ধের ব‍্যাপক প্রভাব পড়েছে হাওড়া জেলার বিভিন্ন এলাকায়।শহর মুখি সমস্ত বেসরকারি বাস বন্ধ। সকাল ১১ টার সময়ও বেশ কিছু দোকান বাজার ও খোলেনি। বিজেপি কর্মী সমর্থকরা বলছেন বাংলার মানুষ সব কিছু বুঝে গেছে। তাই সাধারণ মানুষ আমাদের এই বন্ধকে সমর্থন করছেন। সকাল থেকে সরকারি বাসের দেখা মিললেও বেলা বাড়ার সাথে সাথে সরাসরি বাসের দেখা অমিল হয়ে উঠেছে।

হাওড়া গ্ৰামীণ এলাকায় সরকারি অফিস,ব‍্যঙ্ক খুললেও সাধারন মানুষের দেখা কম মিলছে। সরকারের পক্ষ থেকে আগে থেকে জানিয়ে দিয়েছিলেন পর্যাপ্ত পরিমাণে সরকারি বাস রাস্তায় নামাবেন।সেটা বাস্তবে পরিণত হচ্ছে না। আমতা বাসষ্ট্যান্ড সরকারি বাসের দেখা মিললেও ঘন্টায় এক থেকে দুটো বাস মিলছে।তবে নৃত্য দিনের মতোন যাত্রী সংখ্যা দেখা মিলছে না। সাধারণ মানুষের দূর্ভোগের শেষ নেই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট