পশ্চিম মেদিনীপুর:– বিজেপি ধাকা ১২ ঘন্টার বাংলা বনধে সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলাতে বড় কোন প্রভাব না পড়লেও বেশ কয়েকটি সরকারি বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে এ দিন। এ দিন সকালে মেদিনীপুর শহরে দুটি সরকারি বাসে ভাঙচুর চালায় বিজেপি সমর্থকরা।
অভিযোগ রাস্তার মাঝে হঠাৎ করে দাঁড় করিয়ে বাসের সামনের দিকে ইটপাটকেল ছুড়ে মারে সমর্থনকারীরা। অন্যদিকে খড়্গপুর শহরের অপর একটি সরকারী বাসে ভাঙচুর চালানো হয়। এছাড়া পরিবহন ব্যবস্থায় তেমন কোন প্রভাব নেই। জেপার চন্দ্রকোনা রোডে সকালে রেল অবরোধ করে পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপি সমর্থকরা। যার জেরে আটকে পড়ে আদ্রা হাওড়া শিরোমনি সুপার ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন। আধ ঘণ্টার মধ্যেই পুলিশ সেই অবরোধ তুলে দেয়। এছাড়া পশ্চিম মেদিনীপুর জেলা তে এদিন বনধের সকাল থেকে তেমন কোন প্রভাব পড়েনি। একদিকে যেমন জেলার বিভিন্ন প্রান্তে পুলিশ মোতায়েন রয়েছে। তেমনই জায়গায় জায়গায় দলীয় পতাকা নিয়ে পিকেটিং করেছে তৃনমূলের কর্মী-সমর্থকরা। মেদিনীপুর শহর এদিন দাপিয়ে বেড়ায় তৃনমূলের একটি বাইক মিছিল ও।