মিনাখাঁ : ইসলামপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় বিজেপির ডাকা আজকের বনধে বসিরহাটের মিনাখাঁ ব্লকের কোথাও কোনো প্রভাব পড়েনি । জনজীবন একেবারে স্বাভাবিক । রোজকার মতোই মিনাখাঁ ব্লকের প্রাণকেন্দ্র ও সবচেয়ে বড়ো মালঞ্চ বাজারের প্রতিটি দোকানপাট খোলা আছে । এছাড়া মিনাখাঁ, বামনপুকুর, বাবুরহাট, দেউলি, মটবাড়ি সহ এলাকার বিভিন্ন বাজারের দোকানে স্বাভাবিক বেচাকেনা চলছে ।
কলকাতা-বাসন্তী হাইওয়ের যান চলাচল স্বাভাবিক । ধামাখালি-বসিরহাট ও ধামাখালি-বারাসাত রুটের সরকারি ও বেসরকারি বাস,অটো,লরি সকল যানবাহন স্বাভাবিক ভাবেই চলাচল করছে ।
চৈতল, নিমিচি, জয়গ্রাম, ধুতুরদহ, মিনাখাঁ, ছয়ানি, করঞ্জতলা, বামনপুকুরের সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা অন্যান্য দিনের মতো খোলা । ছাত্রছাত্রী , শিক্ষক শিক্ষিকা ও মিনাখাঁ বিডিও অফিসের সরকারি কর্মচারীদের হাজিরা চোখে পড়ার মতো । বনধ উপেক্ষা করে এলাকার সাধারণ মানুষও নিত্যদিনের মতো কাজে বেরিয়েছে ।
পুলিশ প্রশাসনও বনধের মোকাবিলায় যথেষ্ট সক্রিয় । অশান্তি ও বিশৃঙ্খলা রুখতে মিনাখাঁর সর্বত্র পুলিশ মোতায়েন করা হয়েছে ।