কলকাতা: এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলির রাজভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হল ধর্মতলায়। ইসলামপুরে দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের বিচারবিভাগীয় তদন্তের দাবিতে মঙ্গলবার রাজভবন অভিযানের ডাক দিয়েছিল বামপন্থী ছাত্র সংগঠনগুলি। মৌলালি মোড় থেকে মিছিল করে রাজভবনের উদ্দশ্যে মিছিল শুরু হয়। ধর্মতলায় ঢোকার মুখে এস এন ব্যানার্জী রোডে মিছিল পৌঁছাতেই ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এগোনোর চেষ্টা করলে বাধা দেয় পুলিশ।
শুরু হয়ে যায় দু’পক্ষের মধ্যে খন্ডযুদ্ধ। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরে আন্দোলনকারীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ শুরু করে। পুলিশের উদ্দেশ্য ফুল ছুড়ে গান্ধীগীড়িও দেখান আন্দোলনকারীরা। বামপন্থী ছাত্র সংগঠনগুলির একটি প্রতিনিধি দল রাজভবনে গিয়ে ডেপুটেশন জমা দেন। এদিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়েও কটাক্ষ করেন তারা। এই কর্মসূচির জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবামপন্থী ছাত্ররা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে ইসলামপুরের ঘটনায় সঠিক তদন্ত না হলে ও দোষীরা উপযুক্ত শাস্তি না পেলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে তারা।