বন্ধের আগের দিন রাতেই উত্তর দিনাজপুরে গুলিবিদ্ধ ফের এক ছাত্র


বুধবার,২৬/০৯/২০১৮
513

বাংলা এক্সপ্রেস---

উত্তর দিনাজপুর: বন্ধের আগের দিন রাতেই উত্তর দিনাজপুরে গুলিবিদ্ধ ফের এক ছাত্র। উত্তর বঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা চলছে ওই ছাত্রের মঙ্গলবার রাতে  দোকান থেকে বাড়ি ফিরছিলেন ইসলামপুর কলেজের ছাত্র আজিজুর রহমান।  তিনি চোপড়া ব্লকের ঘিরনি গাঁও গ্রাম পঞ্চায়েতের নারসাদি গছ গ্রামের বাসিন্দা। অভিযোগ, রাস্তায় দুষ্কৃতীরা বাইকে চেপে এসে তাঁর পথ আটকায়। খুব কাছ থেকে তাঁকে গুলি করে। ডান হাতে কনুইয়ের নীচে গুলি লাগে আজিজুরের। গুলির শব্দ ও আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।   অবস্থার অবনতি হওয়া ওই ছাত্র কলেজে এসএফআইয়ের সক্রিয় কর্মী বলে জানা গিয়েছে।

কী কারনে গুলি চলল তা খতিয়ে দেখছে পুলিশ। উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জ এর বাঘন বটতলীতে বিজেপির বন্ধের পিকেটিং করতে দেখা গেলো মদের বোতলে বিজেপি ঝান্ডা লাগিয়ে অবরোধ করে।পুলিশ এসে সেই মদের বোতলে লাগানো ঝান্ডা সহকারে সেটি তুলে ফেলে দেয় এই ঘটনায় রীতি মতো বিস্মিত এলাকা বাসীরা।

https://youtu.be/yUbXvrdJtBQ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট