মিনাখাঁ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন নির্বিঘ্নেই


বুধবার,২৬/০৯/২০১৮
612

হাবিব উল ইসলাম---

মিনাখাঁ: বসিরহাটের মিনাখাঁ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন আজ নির্বিঘ্নে সম্পন্ন হল । মিনাখাঁ ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত মিনাখাঁ পঞ্চায়েত সমিতির ২৩ জন তৃণমূল কংগ্রেসের সদস্য জয়ী হন । বিরোধী কোনো দলই এখানে কোনো প্রার্থী দিতে পারেনি ।

মিনাখাঁ পঞ্চায়েত সমিতিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রী গোপেশচন্দ্র পাত্র, যিনি দীর্ঘদিন মিনাখাঁ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করছেন । পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পদে পুনঃনির্বাচিত হন মোঃ গোলাম রহমান । এছাড়া এদিন পঞ্চায়েত সমিতির ২৩ জন সদস্যের মধ্যে সংসদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষক শ্রী অশোক আচার্য ।

মঙ্গলবার ছিল সরকারি ভাবে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের দিন । এই উপলক্ষে তৃণমূল সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্য করার মতো । এদিনের বোর্ড গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনাখাঁ ব্লক উন্নয়ন আধিকারিক কামরুল ইসলাম, মিনাখাঁ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আয়ুব হোসেন গাজী প্রমুখ । উপস্থিত সকলেই নির্বাচিত সভাপতি সহ সকল সদস্যদের অভিনন্দন জানান ।

মিনাখাঁ ব্লকের প্রকৃত উন্নয়ন তাঁর কাছে অগ্রাধিকার বলে জানিয়েছেন নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী গোপেশচন্দ্র পাত্র ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট