বন্ধের দিন সকাল থেকে উত্তাল ঝাড়গ্রাম


বুধবার,২৬/০৯/২০১৮
533

কার্ত্তিক গুহ---

ঝাড়গ্রাম:- উত্তর দিনাজপুরের দাড়িভিট হাইস্কুলে ২০সেপ্টেম্বর সংস্কৃত ও উর্দু বিষয় বাদ দিয়ে অন্যান্য বিষয়ের শূণ্যপদে শিক্ষক নিয়োগের দাবিতে পুলিশের সাথে ছাত্রদের খন্ডযুদ্ধ হয়। ঐ সময়ে দুই ছাত্র গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়। এই ঘটনারর জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা রাজ্য রাজনীতি। সেই ঘটনার প্রতিবাদে বুধবার ১২ ঘন্টা বাংলা বনধের ডাক দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার বন্ধের সমর্থনে ঝাড়গ্রাম মিছিল করে বিজেপি অপরদিকে বন্ধের বিরোধীতা করে রাস্তায় নেমেছিলেন শাষক দলের নেতা কর্মীরা। বুধবার সকালে ঝাড়গ্রামে দেখা গেল অন্য চিত্র।বিজেপির ডাকে বাংলা বন্ধ সফলে মরিয়া বিজেপি সমর্থকরা।সমস্ত জায়গায় পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন থাকা সত্তেও ,বিভিন্ন জায়গায় বিজজেপির সমর্থক রা বাংলা কে উত্তাল করতে মত্ত ।বিভিন্ন শাখায় বাস চলাচল প্রায় অচল বললেই চলে।ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় দোকান ঘুরে ঘুরে দোকান পাট কেউ খুলছে কিনা , দোকানপাট ফুল কদমে বন্ধ করে রাখার প্রয়াস নিয়েছে তারা ।অপরদিকে শাষকদলের পক্ষ থেকে ঝাড়গ্রামের বন্ধ দোকান গুলি খুলার জন্য মিছিল করা হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট