ভাঙড়
ভাঙ্গড় ১নং পঞ্চায়েত সমিতির সভাপতির আসন নিয়ে টান টান উত্তেজনা দেখা দেয় আজ। তৃণমূল কংগ্রেসের দুই প্রভাবশালী নেতা ,কাইজার আহম্মেদ ও শাহাজান মোল্লার মধ্যে মূলত সভাপতির পদ নিয়ে লড়াই ছিলো। এদিন নিজেদের মধ্যে আলোচনার পর শুরু হয় ভোট প্রক্রিয়। ভোটের ফলাফলে শাহাজান মোল্লা সভাপতি নির্বাচিত হন। ভাঙড় ১নং পঞ্চায়েত সমিতির সভাপতির পদ হাত ছাড়া হয় কাইজার আহমেদের।
এলাকায় যথেষ্ট প্রভাবশালী নেতা হিসাবে কাইজার সাহেব পরিচিত ছিলো। নিজের কর্মদক্ষতায় একাধিকবার উচ্চ পর্যায়ের নেতাদের প্রশাংসা পেয়েছে। সেসব এখন অতীত। কোন চক্রে কাইজার আহমেদ নিজের জায়গা ধরে রাখতে পারলো না? এলাকায় কান পাতলে যুব নেতা সওকাত মোল্লার কথা ভেসে আসছে। তাহলে কি নতুন কোন রাজনৈতিক সমীকরণ ভাঙড়ের জন্য অপেক্ষা করছে, সেদিকেই নজর থাকবে সকলের।
এদিনের জয়ের পর শাহাজান মোল্লা বলেন আমার এই জয় আমি মা মাটি সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় কে উৎসর্গ করছি। এছাড়া ভাঙ্গড়ের উন্নয়ন এবং ভাঙড় বাসীর সমস্ত রকমের সুখ দুঃখে পাশে থাকার অঙ্গীকার করছি।