ত্রিপুরায় জি বি হাসপাতালে ডেলিভারীর পর বাচ্চা বদল


সোমবার,২৪/০৯/২০১৮
447

বাংলা এক্সপ্রেস ---

জি বি হাসপাতালে ডেলিভারীর পর বাচ্চা বদলের অভিযোগ এনেছেন এক দম্পতি৷ যে বাচ্চাটি বদল হয়েছে সে এখন নরসিংগড় চিলড্রেন্স হোমে বড় হচ্ছে৷ এই বাচ্চাটি ডিএনএ টেস্ট বহিরাজ্যে করানোর দাবী তুলেছেন এই দম্পতি৷
আজ এখানে এক সাংবাদিক সম্মেলনে মৃদুল কুমার দেব জি বি হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন৷

শ্রীদেব একজন সরকারী কর্মচারী৷ তিনি জানান, ২০১৫ সালের ১৭ মে তাঁর স্ত্রী তনুশ্রী দেব জি বি হাসপাতালে এক বাচ্চার জন্ম দেন৷ তাঁকে জানানো হয় যে, তিনি একটি মৃত শিশুর জন্ম দিয়েছেন৷ বার বার বলা সত্বেও মৃত শিশু মার হাতে তুলে দেয়া হয়নি৷ মৃদুলবাবু এব্যাপারে লড়াই জারী রাখেন৷ তিনি আরটিআই করে জানতে পেরেছেন যে, মৃত শিশুও মাতা পিতার হাতে তুলে দিতে হয় হাসপাতালকে৷

তিনি আরও জানতে পারেন যে, ওই দিনই ৫৫ বছর বয়স্কা মানসিক হাসপাতাল থেকে এক মহিলাও এক শিশু জন্ম দিয়েছেন৷ ওই শিশু এখন নড়সিংগড় চাইল্ড হোমে বড় হচ্ছে৷ মৃদুলবাবুর মতে, আমার বাচ্চা বদল হয়েছে৷ চাইল্ড হোমে লালিত ওই শিশুর ডিএনএ টেস্টের দাবী করেছেন মৃদুলবাবু৷ এব্যাপারে তিনি ডিজিপি ও আইজিপি’র সঙ্গে দেখা করে সন্দেহ নিরসনের জন্য অনুরোধ করেছেন৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট