বেলদা স্টেশনে যাত্রী বিক্ষোভ।ভাঙচুরের পরে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত রেল যাত্রীরা


সোমবার,২৪/০৯/২০১৮
754

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:- সোমবার ছিল আদিবাসি সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল এ ডাকে রেল অবরোধ।বেলদা স্টেশন থেকে অনতিদূরে নেকুর্সেনি স্টেশনে অবরুদ্ধ করে ট্রেন চলাচল।তারপরই প্রত্যেকটি স্টেশনে দাঁড়িয়ে যায় দূরপাল্লার ট্রেন গুলি। বেলদা স্টেশনে প্রায় ১২ ঘন্টা ধরে দাঁড়িয়ে ছিল ধৌলি এক্সপ্রেস।এই দিন সন্ধ্যা ছটা নাগাদ স্টেশন মাস্টারকে ঘেরাও করে রেল চলাচলের কথা জানতে চায় রেল যাত্রীরা।তার পরই বাকবিতন্ডা চলতে থাকে রেল কর্মীদের সঙ্গে।ট্রেন চলাচল না হওয়ার কথা জানানো হলে স্টেশন চত্বরে ভাঙচুর চালায় উত্তেজিত যাত্রীরা।স্টেশনে থাকা রেল কর্মীদের বাইকে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।পাশাপাশি ভাঙচুর চালানো হয় স্টেশনে।ঘটনাস্থলে আসে বিশাল রেল পুলিশ।বর্তমানে থমথমে বেলদা স্টেশন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট