ডিআইদের নিয়ে বৈঠক শিক্ষামন্ত্রীর, ৫ অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ


সোমবার,২৪/০৯/২০১৮
683

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: আগামী ৫ অক্টোবরের মধ্যে স্কুল সংক্রান্ত বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে। সোমবার রাজ্যের ডিআইদের নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। ওই বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বিস্তারিত খবর, রাজ্যের সমস্ত জেলার ডি আই দের নিয়ে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ৫ অক্টোবরের মধ্যে স্কুল নিয়ে সমস্ত তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ডিআই দের।

প্রতি তিনমাস অন্তর জেলার ডিআইদের নিয়ে বৈঠক করা হয়। কিন্তু উত্তর দিনাজপুরের ইসলামপুরে একটি স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয়। তারপরই সমস্ত জেলার ডি আই দের ডাকা হয় এদিন। তবে উত্তর দিনাজপুরের ডিআইকে ডাকা হয়নি। পরীক্ষা রয়েছে বলে দার্জিলিং এর ডিআইকেও ডাকা হয়নি।

মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানান, উত্তর দিনাজপুরের ডিআই যেটা করেছেন তা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। যেখানে এরকম সংশয় দেখা দিয়েছে সেখানে জেলাশাসক এবং শিক্ষা দফতরকে জানানো উচিত ছিল। আজ সমস্ত ডিআইদের জানানো হয়েছে, আগামী ৫ অক্টোবরের মধ্যে জেলার সমস্ত স্কুলের পরিকাঠামোর রিপোর্ট জমা করতে বলা হয়।

https://youtu.be/JskL_-V3CzY

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট