আমার তুমি


সোমবার,২৪/০৯/২০১৮
3903

সাবরিনা খান---

আমার তুমি

তুমি আমার চন্দ্রাবতী
রাতের পৃথিবী আলোকিত কর
বিলিয়ে তোমার জোসনা।

তুমি আমার নেশা
মাতলামি করিনা, কিন্তু
তোমাকে ছাড়া চলেনা।

তুমি আমার অক্সিজেন
প্রতিটি নিশ্বাসেই থাক, তুমি-
ছাড়া জীবন বাঁচেনা।

তুমি আমার অস্তিত্ব
বিশ্বাস কর আর নাই কর
এটাই জীবনের ধারণা।

তুমি আমার মানসিকতা
তোমায় পেয়ে ধন্য আমি
এক জীবনের সাধনা।

তুমি আমার বাতিঘর
ভেতরের সত্ত্বাকে জেনেছি,
তোমার জন্য অনন্যা।

তুমি আমার এক পশলা বৃষ্টি
সকালের শুভ্রতা, রাতের মায়া
আর সন্ধ্যার আরাধনা।

তুমি আমি, আমি তুমি
হাজার মানুষের ভিড়ে
তুমি মনের আয়না।

তুমি আমার খাদহীন ভালবাসা
আত্মার সাথে মিশে গেছ
নব জীবনের প্রেরণা।

সাবরিনা খান

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট