পশ্চিম মেদিনীপুর:- রেল রোকো অবরোধের মাঝেই যাত্রী বিক্ষোভের মুখে রেলের আধিকারিকরা । মেদিনীপুর রেল স্টেশনে অবরোধের কারণে সোমবার সকাল আটটা থেকে দাঁড়িয়ে পড়ে হাওড়া পুরুলিয়া রূপসী বাংলা সুপার ফাস্ট এক্সপ্রেস । দুপুর ১২ টা পর্যন্ত রেলের তরফে কোন পরিষেবা না পাওয়ায় ক্ষোভে ফুঁসছিল রেলের যাত্রীরা । এর মধ্যেই রেলকে খরগোপুর এ ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ইঞ্জিন সংযোগ করতে গেলে কার্যত বিক্ষোভের মুখে পড়তে হয় স্টেশন ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকদের । রেল লাইনে নেমে যাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকে । পরে আরপিএফ ও রেলের আধিকারিকরা দ্রুত বিকল্প পরিষেবার ব্যবস্থা করার আশ্বাস দিলে কিছুটা শান্ত হয় যাত্রীরা ।
পশ্চিম মেদিনীপুরে রেল রোকো অবরোধের মাঝেই যাত্রী বিক্ষোভের মুখে রেলের আধিকারিকরা
সোমবার,২৪/০৯/২০১৮
515
বাংলা এক্সপ্রেস---