রোহিতের সেঞ্চুরিতে শিখরে ভারত


সোমবার,২৪/০৯/২০১৮
652

বাংলা এক্সপ্রেস---

রোহিতের সেঞ্চুরিতে শিখরে ভারত।পাকিস্তান দলকে এই সিরিজে টানা দু বার হারিয়ে লীগ টেবিলে শির্শে ভারতীয় দল। প্রথমে টসে জিতে পাকিস্তান দল ভারতকে লক্ষ্যমাত্রা দেয়। পাকিস্তান দলের তারকা ক্রিকেটার দের এদিন সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি। পাকিস্তান দলের হয়ে সোয়েব মালিক ছাড়া আর অন্য কোন ক্রিকেটার সেভাবে জ্বলে উঠতে পারেনি ২২ গজে। একের পর এক ক্রিকেটার কে ফিরিয়ে দেন অল্প সময়ে ভারতীয় বোলাররা। ভারতের হয়ে এদিন প্রথমে ব্যাট করতে নামেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। তাদের এই জুটি ভারতকে সহজেই জয়ের কিনারায় পৌঁছে দেয়।

শিখরের অনবদ্য ইনিংস ভারতকে অনেকটাই এগিয়ে দেয়। তার সেঞ্চুরিতে সহজেই লক্ষযে পৌঁছে যায় ভারতীয় দল। অন্যদিকে অধিনায়ক রোহিত শর্মাই ইনিংস ছিল চোখে পড়ার মত। পাকিস্তান বিরুদ্ধে তার রেকড বরাবর ভালো। এদিন তার ব্যাটে সেঞ্ছুরি আসে, একের পর এক অভার বাউন্ডারি মেরে তিনি সহজেই চাপ সৃষ্টি করেন পাকিস্তান শিবিরে। শুধু তাই নয় এমন ম্যাচ গুলিতে বাড়তি কিছু দায়িত্ব থাকে ,অধিনায়কীয় ইনিংস খেলেছেন তিনি এই দিন। তার ব্যাটিং ঝড়ে ধরাশায়ী হয়ে যায় পাকিস্তান দল। ভারত যে এখন বিশ্বের সেরা শক্তিশালি ক্রিকেট দল তা আরো একবার প্রমানিত করল ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট