ধর্মের নামে রাজনীতি করে তৃণমূল ও বিজেপি মানুষকে ভাগ করতে চাইছেন বললেন সাংসদ মহম্মদ  সেলিম 


সোমবার,২৪/০৯/২০১৮
1109

বাংলা এক্সপ্রেস---

উত্তর দিনাজপুর: ধর্মের নামে রাজনীতি করে তৃণমূল ও বিজেপি মানুষকে ভাগ করতে চাইছে এর বহিঃপ্রকাশ ঘটেছে উত্তর দিনাজপুর জেলা দাড়ি ভিট  এলাকায়।আজ  উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে  এক সাক্ষাৎকারে একথা বলেন রায়গঞ্জে সাংসদ মহম্মদ  সেলিম ।তিনি বলেন ধর্মের নামে ভাগাভাগি করতে চাইছে তৃণমূল সরকার যেমন তেমনই নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারও। তারা চায় না ভালোভাবে বেঁচে থাকুক  সাধারন মানুষ । মোহাম্মদ সেলিম এ দিন বলেন দাড়ি ভিট এলাকায় যে ঘটনা ঘটেছে তার জন্য সম্পূর্ণ দায়ী রাজ্য প্রশাসন এবং তার পুলিশ ।

কারণ সেদিনের ঘটনা শুধুমাত্র সেদিনই হয়নি এর আগে থেকে এই ঘটনার সূত্রপাত হয়েছিল তাই এই  ঘটনা আগেই  মেটানোর জণ্য রাজ্য সরকারের   সচেষ্ট  হওয়া  উচিত   ছিল । সেটা না  করে  আগুনের মধ্যে  ঘি দেলে দিয়েছেন পুলিশ দিয়ে । তা থেকে প্রমাণিত রাজ্য প্রশাসন এই ঘটনার জন্য পুরোপুরি দায়ী। সেলিম আরো বলেন রাজ্যে তৃণমূল সরকার খাল কেটে কুমির এনেছে  রাজ্যে  বিজেপিকে । এই রাজ্যে বিগত দিনে  কোন সাম্প্রদায়িক জাতপাতের রাজনীতি ছিল না কিন্তু বর্তমানে  তৃণমূল কংগ্রেস অপরদিকে বিজেপি যেভাবে রাজ্যে জাতপাতের রাজনীতি করছে তা নজিরবিহীন।যার ফলে  খসারত দিতে হল  দুই ছাত্র কে । স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে  যে ঘটনা ঘটেছে তা  শিক্ষক নিয়োগের  অসচ্ছতার কারণেই হয়েছে।
.

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট