উত্তর দিনাজপুর: বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তীর একদিনের জেল হেফাজতের নির্দেশ শুনতেই ইসলামপুর এস ডি পি ও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে শামিল বিজেপি কর্মী সমর্থকেরা। ক্ষুদ্ধ বিজেপি কর্মী সমর্থকেরা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে। প্রায় ঘন্টাখানেক অবস্থান বিক্ষোভের পর আন্দোলন তুলে নেয় বিজেপি কর্মীরা। ইসলামপুর মহকুমা আদালতের বিচারকের নির্দেশ শোনার পরই বিজেপি কর্মী সমর্থকেরা আদালত চত্বর থেকে প্রতিবাদ মিছিল করে ইসলামপুর মহকুমা পুলিশ আধিকারিকের দফতরের সামনে ধর্নায় বসে৷ বিক্ষোভকারীদের দাবী অবিলম্বে বিজেপি জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। বিজেপি কর্মীদের এই অবস্থান বিক্ষোভ ও ধর্নার জেরে চাঞ্চল্য ছড়ায় ইসলামপুরে। ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়।
বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি রাজু ব্যানার্জী জানিয়েছেন, ইসলামপুরের দাড়িভিট গ্রামে পুলিশ রাতের অন্ধকারে মহিলাদের নির্যাতন করছে। পুলিশের আতঙ্কে গোটা দাড়িভিট গ্রাম পুরুষশূন্য হয়ে গিয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আজ মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হতে হয়েছে বিজেপি কর্মীদের। তাঁর আরও অভিযোগ, পুলিশকে মারধর, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া এসব কাজ প্রায় প্রতিদিনই করে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী। পুলিশ সেক্ষেত্রে নীরব ভূমিকা পালন করে। বিজেপি নেতা শঙ্কর চক্রবর্তীর একদিনের জেল হেফাজতের আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে আইনি লড়াই লড়বে বলে জানান বিজেপি নেতা রাজু ব্যানার্জী।