ইসলামপুর হাসপাতালের আইসিসিইউতে বিজেপি নেতা শঙ্কর চক্রবর্তী


সোমবার,২৪/০৯/২০১৮
569

বাংলা এক্সপ্রেস---

উত্তর দিনাজপুর: ইসলামপুর হাসপাতালের আইসিসিইউতে বিজেপি নেতা শঙ্কর চক্রবর্তী। গ্রেফতার হওয়ার পর রাতে চাকুলিয়া থানায় রাখা হয় বিজেপি জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তীকে। শারীরিক অবস্থা খারাপ থাকায় সোমবার সকালে তাঁকে নিয়ে যাওয়া হয় ইসলামপুর হাসপাতালে। সূত্রের খবর,পুলিশ অফিসারদের নজরদারীতে ইসলামপুর হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষা চলছে। রাতে অক্সিজেনের সমস্যা হওয়ায় দুই ঘন্টা হাসপাতালেই চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন শঙ্কর বাবু। এরপর ইসলামপুর আদালতে তোলা হবে তাঁকে। এদিকে হাসপাতালে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। দাঁড়িভিটে পুলিশের বিরুদ্ধে প্রকাশ্যে মাইক হাতে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য রবিবার সন্ধ্যায় করণদিঘি থানার পুলিশ গ্রেফতার করে শঙ্কর চক্রবর্তীকে।

রাতে চাকুলিয়া থানায় রাখা হয় শঙ্কর বাবুকে। জেলা সভাপতিকে গ্রেফতার করার প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমাদের জেলা সভাপতি ওই এলাকায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ওখানে পুলিশ যে অত্যাচার করেছে তাতে উত্তেজিত হওয়া স্বাভাবিক। তিনি পুলিশের অত্যাচারের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে বলেছেন। এটুকুতেই তাঁকে যদি গ্রেফতার করতে হয়,তাহলে পুলিশ অনুব্রত সহ তৃণমূলের নেতাদের আগে গ্রেফতার করুক। পুলিশ নিজেই আগুনে ঘি ঢালছে।এর ফল পুলিশকে ভুগতে হবে। এদিকে রবিবার রাতেই সংবাদিক বৈঠক করে সোমবার থেকে লাগাতার জেলাজুড়ে প্রতিবাদে নামার কথা ঘোষণা করে বিজেপির উত্তর দিনাজপুর জেলা নেতৃত্ব। জেলার প্রতিটি থানায় বিক্ষোভ, মিছিল ও জেল ভরো আন্দোলনে নামবে বিজেপি বলে জানানো হয়েছে।

https://youtu.be/XVtJbBgemQs

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট