এনআরসি-র প্রতিবাদে অসম ভবনে তালা ঝোলাল আমরা বাঙালি


সোমবার,২৪/০৯/২০১৮
482

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: এন আর সি- র বিরুদ্ধে গর্জে উঠল আমরা বাঙালি। সোমবার দুপুরে রাসেল স্ট্রিটে অসম ভবনের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল আমরা বাঙালির সদস্যরা। আর এই নিয়ে অসম ভবনে নারাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। এদিন ভবানীপুর থেকে মিছিল করে অসম ভবনে পৌঁছায় তাঁরা। রাস্তায় বসে পড়ে বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। আমরা বাঙালি দাবি জানায় অসমে অবিলম্বে এনআরসি প্রক্রিয়া বাতিল করতে হবে।

এদিন অসম ভবনে প্রতীকী তালা লাগালেও এনআরসি প্রক্রিয়া বন্ধ না হলে আগামী দিনে ভবন থেকে কাউকেই বেরোতে দেওয়া হবে না বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন আমরা বাঙালির কর্তারা।

https://youtu.be/buOIN9NaPp4

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট