পুজোর আগে আবার নাড়াচাড়া দিয়ে বসেছে কোন্নগড় উত্তরপাড়ার বেশ কিছু সমাজ বিরোধীরা


সোমবার,২৪/০৯/২০১৮
630

সুমন করাতি---

হুগলী: পুজোর আগে আবার নাড়াচাড়া দিয়ে বসেছে কোন্নগড় উত্তরপাড়ার বেশ কিছু সমাজ বিরোধীরা। গত দুদিন আগে কোন্নগরে গুলি চালানোর পর থেকে চন্দননগর কমিসনারেটের উত্তরপাড়া থানার পুলিশ ব্যাপক অভিযান চালায় উত্তরপাড়া,হিন্দমোটর,এলকায়।গতকাল রাতে তল্লাশি করার সময় এই এলাকার কুখ্যাত দুস্কিতি রমেশ মাহাতোর এক সঙ্গী কালী ঘোষ কে একটি ব্যাগ নিয়ে সাইকেলে চেপে হিন্দমোটরের দিকে যেতে দেখে পুলিশ। পুলিশ পেছনে ধাওয়া করলে সাইকেল ফেলে পালাই ও পরে পুলিশ ধরে ফেলে। কালি ঘোশের থেকে পুলিশ উদ্ধার করে 25 কেজি গাঁজা এক রাউন্ড গুলি ও একটি পিস্তল।অভিযুক্ত কালী আজ শ্রীরামপুর কোর্টে তোলা হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট