কলকাতা: কলকাতা হাইকোর্টে বিজেপির ডাকা বাংলা বনধের বিরুদ্ধে মামলা দায়ের করছে অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরাম ও ইন্ডিয়ান ক্যারাটে অ্যাসোসিয়েশন।বাংলা বনধের তীব্র বিরোধিতা করছে এই দুই সংগঠন।
ফোরামের চেয়ারম্যান আইনজীবী তথা সাংসদ ইদ্রিশ আলি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আগামীকাল মামলা করা হবে।
রবিবার সাংবাদিক সম্মেলন করে ইদ্রিশ আলি বলেন, বনধ বেআইনি এবং সংবিধান বিরোধী। বনধ যারা ডেকেছেন, শুধু মানুষের ক্ষতি করার এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে।