উত্তর দিনাজপুর: মঞ্চে উঠে পুলিশের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণের কারনে বোতলবাডি এলাকা থেকে গ্রেপ্তার করা হলো বিজেপি জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তীকে। ইসলামপুরের দারিভিট গ্রাম থেকে রায়গঞ্জে ফিরে আসার পথে রায়গঞ্জের কাছে বোতল বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। উল্লিখিত দডিভেটা এলাকায় হাইস্কুল মাঠে দাড়িয়ে একটি সভা থেকে পুলিশের বিরুদ্ধে একটি বিস্ফোরক মন্তব্য করে বসছিলেন উত্তর দিনাজপুরের বিজেপির জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী। তিনি প্রকাশ্যেই পুলিশকে পেটানোর হুমকি দিয়েছিলেন । পুলিশকে তীব্র কটাক্ষ করে তিনি জানান, পুলিশ যদি বেআইনিভাবে কাউকে গ্রেফতার করে, তাহলে তাদের গাছে বেঁধে পেটান। পুলিশ যাতে গ্রামে না ঢোকে তার জন্য গ্রামবাসীদেরই রুখে দাঁড়াতে বলেছেন তিনি। এমনকি গোটা এলাকায় আগুন জ্বালানো পিছনে পুলিশই দায়ী বলে মন্তব্য করেন শঙ্কর চক্রবর্তী।শঙ্কর চক্রবর্তীর এই বিস্কোরক মন্তব্যের দায়ে পুলিশ গ্রেপ্তার করলো শঙ্কর চক্রবর্তী কে।এই আচমকা ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে
উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি শঙ্কর চক্রবর্তী গ্রেপ্তার
রবিবার,২৩/০৯/২০১৮
535
পিয়া গুপ্তা---