হাওড়ার বালিতে মিললো কঙ্কাল


রবিবার,২৩/০৯/২০১৮
1197

আক্তারুল খাঁন---

হাওড়া:প্লাস্টিকে মোড়া কঙ্কাল উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে হাওড়ার বালিতে গোস্বামী পাড়ায়। এই দিন সকালে এলাকার বাসিন্দারা রাস্তার ধারে প্লাস্টিকে মোড়া বস্তা দেখতে পান। খোলা মাত্রই হাড়গোড় দেখতে পায় সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা বালি থানায় খবর দেন। পুলিশ গিয়ে হাড়গোড় গুলিকে উদ্ধার করে নিয়ে যায়। ওই হাড়গোড় গুলি মানুষের কি না কোন পশুর জানার জন্য পরীক্ষার জন্য পাঠিয়েছেন বলে জানান বালি থানার পুলিশ। এখনো পর্যন্ত কোন সূত্র না মেলায় তদন্তকারীরা জানিয়েছেন তদন্ত শুরু করছে বালি থানার পুলিশ। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এই হাড়গুলি কিসের। তারপরই পরবর্তী তদন্তের জন্য এগোবেন তদন্তকারী দল। তবে হাড় গুলি দেখে বেশ পুরানো বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারী দল। এর পিছনে ভাগাড় কাণ্ডের কোন যোগ আছে কিনা সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারী দলেরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট