ডেঙ্গু আক্রান্ত অন্তঃসত্বাকে ৪২-বোতল রক্ত চালিয়ে জীবন বাঁচালেন চিকিৎসক, সুস্থ মা ও শিশু


রবিবার,২৩/০৯/২০১৮
725

বাংলা এক্সপ্রেস---

কল্যাণী : এক অঅন্য নজির গড়ল কল্যাণী জেএনএম হসপিটাল ও মেডিক্যাল কলেজ। এই হাসপাতালের এক চিকিৎসক মরণাপন্ন অন্তঃস্বত্তা মহিলাকে শুধু বাঁচালেনই না, নর্মাল ডেলিভারির মাধ্যমে সদ্যোজাত জন্মও নিল। সৌজন্যে ডাক্তার সৌগত কুমার বর্মন।

শুধু ডেঙ্গু আক্রান্তই নন, তার উপর ৩৫ সপ্তাহের অন্তঃসত্বা।দ্ররিদ্র গৃহবধূ। অনুচক্রিকা (প্লেটলেট) কমতে কমতে কমতে ২০ হাজারের নীচে। রোগীনীর বাচ্চা বাঁচানো তো দূর অস্ত! রোগীনীরই জীবন সংশয়! এ অবস্থায় কল্যাণী জে.এন.এম হসপিটাল নজির সৃষ্টিকারী সাফল্য অর্জন করল। জে.এন.এম কলেজ অফ মেডিসিনের অধ্যাপক ডাঃ সৌগত কুমার বর্মণ ও সহকারীদের প্রচেষ্টায় একটানা ৪২ বোতল রক্ত দিয়ে রোগীনীকে সুস্থ করে সফলভাবে প্রসব করিয়ে মা ও সন্তানকে সুস্থভাবে আজ বাড়ী পাঠানো সম্ভব হল। অনুচক্রিকার সংখ্যা কমে যাওয়ায় সিজার করাও সম্ভব ছিল না। নর্মাল ডেলিভারী করিয়ে সেই সমস্যাও এরানো গেল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট