আজ ২২গজে স্নায়ুর যুদ্ধ, পাকিস্তানের বিরুদ্ধে আজ মাঠে নামবে ভারতীয় দল এশিয়া কাপের শুরুতে প্রথম থেকেই ভালো ফর্মে রয়েছে ভারতীয় দল, সাথে বোলারদের দুরন্ত প্রত্যাবর্তন। এশিয়া কাপের ম্যাচ গুলি যত গড়িয়েছে ততই নতুন নতুন চমক দিয়েছে ভারতীয় দল। শুধু তাই নয় বোলারদের দাপটে চুর্ন বিচ্চুর্ন করে দিয়েছে বিরোধী শিবির, আজ রবিবার আজ আবার মাঠে নামবে ভারতীয় দল। পাকিস্তান এর সাথে এমন হাইভোল্টেজ ম্যাচ দেখতে মাঠে ভিড় জমিয়েছে সমর্থকরা। সব মিলিয়ে আজ ২২ গজে চলবে স্নায়ুর যুদ্ধ, তা বোঝাই যাচ্ছে। শুরুতেই কোন দল টসে জেতে সেটাই এখন দেখার।
কারন এই সব ম্যাচ গুলিতে টস খুব গুরুত্বপুর্ন । তবে যাই হোক ভারতীয় দল দুরন্ত ছন্দে রয়েছে তা বলাই যায়। পাকিস্তান দলে এই ম্যাচে ঘুরে দারানোর এক প্রচেষ্টা চালাবে , তবে রোহিতের ব্যাটিং চিন্তায় ফেলতে পারে পাকিস্তান দলকে, অন্যদিকে রবীন্দ্র জাদেজার দুরন্ত স্পিন চাপে রাখবে সরফরাজ এর টিমকে এমন মনে করছে অনেকে। সব মিলিয়ে এক নাটকীয় ম্যাচ দেখার অপেক্ষায় সকলে। ভারতকে জেতানোর পিছনে অবদান রয়েছে ব্যাটসম্যান ও বোলারদের। শিখর ধবন এশিয়া কাপের ৩টি ম্যাচ থেকে ২১৩ রান সংগ্রহ করে সবার আগে। ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি ধবন ফিল্ডিং করেও রেকর্ড বইয়ের পাতায় নিজের নাম তুলে নিয়েছেন। এশিয়া কাপের সব ম্যাচ গুলিতে ভারতকে ততই শক্তিশালী দেখাচ্ছে।