ঝাড়গ্রামের আঁধারীশোল গ্রামে উদ্ধার হল চারটি তাজা বোমা


রবিবার,২৩/০৯/২০১৮
455

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম থেকে মাত্র দশ কিলোমিটার দূরে নেদাবহড়া গ্রামপঞ্চায়েতের আঁধারীশোল গ্রামের কাছে উদ্ধার হল চারটি তাজা বোমা। ফের উত্তেজনা ছড়াল এলাকায়।স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে হঠাৎই বোমার আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। পুলিশকে খবর দেন এলাকার বাসিন্দারা। এ দিন সকালে  ঝাড়গ্রাম থানার পুলিশ গিয়ে আঁধারীশোলের ফুটবল মাঠ সংলগ্ন একটি শিশু শিক্ষা কেন্দ্রের পাশ থেকে উদ্ধার করে বোমা গুলিকে।এক পুলিশ আধিকারিকের কথায়, চারটি তাজা বোমা এবং একটি ফাটানো বোমা উদ্ধার হয়েছে। খুব সম্ভবত সেগুলি মজুত করে রাখা হয়েছিল। নিয়ে আসার সময়েই ফেটে গিয়ে বিপত্তি ঘটে বলে জানিয়েছে পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট