পশ্চিম মেদিনীপুর:- রাজ্যজুড়ে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলল তৃণমূল। এই অভিযোগে শালবনিতে মিছিল করল তৃণমূল। নিম্নচাপের ঝির ঝিরে বৃষ্টি মাথায় নিয়েই কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক মিছিলে পা মেলালেন। নিম্নচাপ সাথে অকালবর্ষণ তবু মানুষের ঢেউ নামলো শালবনীর রাজপথে। মমতা ব্যানার্জীর সরকারের নেতৃত্বে উন্নয়নের যে যজ্ঞে সাধারণ মানুষ সামিল হয়েছে, তারা আজ সমবেত গর্জনে জানালো শালবনী আজও শান্তির পক্ষে। ধর্ম নিয়ে যারা মানুষের মধ্যে বিভাজন করে, যারা নেতা ও তার পরিবারকে নিয়ে কুৎসা রটিয়ে বেড়ায়, যারা একজন নারী মুখ্যমন্ত্রীর ইজ্জত নিয়ে ছেলেখেলা করে, সেই বিজেপির কোনো জায়গা শালবনীতে আজ নেই। আজকের জনস্রোত বিজেপির সাথে বার্তা দিলো তাদেরও,যারা চক্রান্ত করে ক্ষমতা রাখতে চায় দলের।
তৃনমূলের যে অংশ এই পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত গঠনের প্রাক্কালে বাগড়া দিচ্ছে তারা নিজেরাই তার জনবিচ্ছিন্ন আজকের শালবনী ব্লক তৃনমূল কংগ্রেসের মহামিছিল তা প্রমান করলো। শালবনীর তৃনমূলের অভিভাবক ও নেতৃত্ব নেপাল সিংহের আহ্বানে এই মিছিলে প্রায় দশহাজার মানুষ পা মেলান। নেপাল বাবু বলেন,কয়েকদিন আগে বিজেপি শালবনীতে জেলা সভাপতি ও বাইরে থেকে লোক এনে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল,তারই প্রতিবাদে একদম কম সময়ের মধ্যে আজকের এই সফল মহামিছিলের আচরন তৃনমূলের অঞ্চল নেতৃত্ব ও বুথ নেতৃত্বের সহযোগিতা ছাড়া সম্ভব হতো না। মিছিলের শেষে পথসভায় বক্তব্য রাখেন এলাকার নেতৃত্বরা।আজকের মিছিলে নেপাল সিংহ ছাড়াও নেতৃত্বদের মধ্যে কাসেম আলি খান, রামপদ মাহাত,মিনু কোয়াড়ী,অসিত ঘোষ,নিবেদিতা ব্যানার্জী,লক্ষী ঘোষ,তারকনাথ মোদক,শক্তি রানী পাল,সন্দীপ সিংহ,কৃশানু দোলই,গৌতম মাহাত,কৌশিক ঘোষ প্রমুখেরা পা মেলান।