ইসলামপুর ইস্যুতে বুধবার বাংলা বনধের ডাক দিল বিজেপি


রবিবার,২৩/০৯/২০১৮
724

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: পুজোর আগে আবার একটা বাংলা বনধ। এবার বিজেপির ডাকে। ইসলামপুর ইস্যুতে আগামী বুধবার ২৬ সেপ্টেম্বর বনধ এর ডাক দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। শনিবার রাজ্য বিজেপির সাধারন সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় নেতা মুকুল রায় সাংবাদিক সম্মেলন করে এই বনধের কথা ঘোষনা করেন। বিজেপি নেতারা জানান ওই দিন জানান বনধ হবে সর্বাত্মক। প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, ইসলামপুরে যেভাবে ছাত্রদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ হবে সর্বত্র। বনধ হবে। মানুষ বনধ পালন করবে। মুকুল রায় কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি মমতাকে কটাক্ষ করে বলেন, একদিকে বাগড়ি মার্কেট দাউ দাউ করে জ্বলছে, মাঝেরহাট ব্রিজ ভেঙে মানুষের প্রান যাচ্ছে আর মুখ্যমন্ত্রী বিদেশে গিয় পিয়ানো বাজাচ্ছেন। এর জবাব মানুষ দেবেন বলে মত ব্যক্ত করেন মুকুল রায়।

https://youtu.be/fHzMPWJU7Us

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট