স্বপ্নচারিনী
আসলে আমি, কষ্টকেই-
লালন করতে চেয়েছি।
জানি তুমি অন্যের,
তবু তোমাকেই ভালবেসেছি।
বিচ্ছেদ!- সেকি কেবলই যাতনাময়!
পরখ করতে চেয়েছি।
নিউরোণ-অনুরোণে, রক্তের কণায়,
তোমাকেই অনুভব করেছি।
রৌদ্রজ্জ্বলে পুড়েছি অনেক,
নোনা জলে কত ভেসেছি।
মল্ল-যুদ্ধ জিতেছি হরেক,
মনের কাছে হেরেছি।
সৌরজগতে ঠাঁই নেই আমার,
নিজেকে পৃথিবী ভেবেছি।
মোহ নয়, প্রেম নয়- কেবল
তোমারই পুজা করেছি।
কৃষ্ণ প্রেমে রাধা পাগল,
তেমনি তোমাকে মেনেছি।
চাইনা তোমায়, পার্থিব মায়ায়,
পরের জনমে চেয়েছি।
প্রার্থনা মোর শুনো গো খোদা,
মন-প্রাণ যারে সঁপেছি!
ভাগ-বাটোয়ারা হবেনা আর!
প্রাণের মাঝে পেয়েছি।
আমার তুমি- তোমার আমি,
একটা স্বপ্ন দেখেছি।
শেষ প্রশ্বাসে থাকবে তুমি,
এমনিই হবে জেনেছি।
স্বপ্নচারিণী পাগল আমি,
স্বপ্নের জাল তাই বুনেছি
সাবরিনা খান
ঢাকা, বাংলাদেশ