অধীরের অপসারণ, নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র


শুক্রবার,২১/০৯/২০১৮
751

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: শেষ পর্যন্ত পদ খোয়াতে হল প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে। অধীর চৌধুরীর পরিবর্তে সভাপতি পদে আবারও সোমেন মিত্র। কলকাতায় সোমেন শিবিরে খুশির জোয়ার। অধীর চৌধুরীর বিরুদ্ধে এআইসিসি- র কাছে পাহাড় প্রমান অভিযোগ জমা পড়ছিল। তাঁর নেতৃত্বে বাংলায় কংগ্রেস সংগঠন ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। দলের বিধায়করা একে একে দল ছেড়ে চলে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত দিল্লি থেকে প্রদেশ সভাপতি বদলের চিঠিতে শিলমোহর পড়ল।নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে সোমেন মিত্রের নাম ঘোষনা হল। গড়ে তোলা হয়েছে একটি ক্যাম্পেনিং কমিটি।

ক্যাম্পেনিং কমিটির চেয়ারম্যান হচ্ছেন অধীর চৌধুরী।ক্যাম্পেনিং কমিটিতে আছেন প্রদীপ ভট্টাচার্য, শুভঙ্কর সরকার, আবু হাসেম খান চৌধুরী, অভিজিত মুখোপাধ্যায়, সন্তোষ পাঠক দীপা দাশমুন্সি, নেপাল মাহাতো, শঙ্কর মালাকারের মতন নেতারা। শুক্রবার এআইসিসি-র জেনারেল সেক্রেটারি অশোক গেহলাট এই চিঠিতে স্বাক্ষর করেছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট