ফরাক্কার হোসেনপুরে গঙ্গায় তলিয়ে গেল প্রায় ২০টি বসত বাড়ি, দুর্গা মন্দির


শুক্রবার,২১/০৯/২০১৮
506

বাংলা এক্সপ্রেস---

ফরাক্কাঃ ফের ভাঙনের জেরে ফরাক্কার হোসেনপুরে গঙ্গায় তলিয়ে গেল প্রায় ২০টি বসত বাড়ি। গত দু’দিনে গঙ্গার জলস্তর বাড়ায় ওই এলাকায় ব্যাপক ভাঙন দেখা দেয়। মাত্র এক ঘণ্টার মধ্যে প্রায় ২০টি বাড়ি তলিয়ে যায় বলে স্থানীয়দের অভিযোগ। এখনও বিপজ্জনকভাবে ঝুলছে আরও ৩০টির ও বেশি বাড়ি। যোগাযোগের রাস্তা, বাগান, স্থানীয় একটি দুর্গা মন্দিরও জলের তলায় তলিয়ে গিয়েছে। বেনিয়াগ্রাম গ্রামপঞ্চায়েতের হোসেনপুর, নয়নসুখ, কুলিদিয়ার গ্রামে বেশ কিছুদিন থেকেই ভাঙনের প্রবণতা দেখা যাচ্ছিল।

বুধবার সকাল থেকেই আরও বেশি করে ধস নামে। একাধিক বাড়ি বিপজ্জনকভাবে গঙ্গার পাড়ে ঝুলছে বলে জানা গিয়েছে। কিছু  এলাকা জলের তলায় চলে যাওয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছে প্রায় ৫০টির ও বেশি পরিবার। পরিবারগুলিকে স্থানীয় একটি স্কুলে ত্রাণ শিবিরে রাখা হয়েছে। এদিকে গঙ্গার জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইতে থাকায় আতঙ্ক আরও গ্রাস করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার প্রশাসনিক কর্তাদের বলা হলেও ভাঙন রোধে কোনও উদ্যোগ না নেওয়ায় আজ এতগুলি পরিবার গৃহহীন হয়ে পড়েছে বলে তারা জানান। সকাল থেকেই দুর্গতদের সাহায্যের জন্য এলাকায় পৌঁছেছেন প্রশাসনের কর্তারা। জেলাশাসক পি উলগানাথন বলেন, “এলাকার বাসিন্দা ও গবাদি পশুগুলিকে ত্রাণ শিবিরে সরিয়ে আনা হয়েছে।” বেশ কিছুদিন থেকে অনেকে ত্রিপলের নিচে আশ্রয় নিয়েছিলেন। ঘটনাস্থানে যান স্থানীয় BDO আবুল আলা মাবুদ আনসার। তিনি বলেন “দুর্গতদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।”

https://youtu.be/FnGHTGKg0kI

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট