ওবিসি মোর্চার জেলা সম্মেলন নদিয়ার ভিমপুরে, হাজির রাজ্য নেতৃত্ব


শুক্রবার,২১/০৯/২০১৮
564

বাংলা এক্সপ্রেস---

কৃষ্ণনগর: নদিয়ার ভীমপুরে গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হল বিজেপি ওবিসি মোর্চার নদিয়া উত্তর (সাংগঠনিক) জেলা সম্মেলন। এই সম্মেলনে সংগঠনের রাজ্য সভাপতি স্বপন পাল, রাজ্য সহ সভাপতি অর্চনা পাল, রাজ্য সম্পাদিকা ইন্দিরা সাহা সহ জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের জন্য সার্বিক উন্নয়ন কি ভাবে করা যায় সে সম্পর্কে আলোকপাত করেন ওবিসি মোর্চার শীর্ষ নেতৃত্ব। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে তাদের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে সংগঠনের সদস্যদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে জানান ওবিসি মোর্চার রাজ্য নেতৃত্ব। ভীমপুরের গড়াই লজে আয়োজিত এই সম্মেলনে নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লক থেকে সদস্যরা যোগ দিয়েছিলেন। তাদের মধ্যে উৎসাহ ছিল যথেষ্ট। বিজেপি জেলা নেতৃত্বের অনেকেই উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার সম্মেলনে। ওবিসি মোর্চার রাজ্য সম্পাদিকা ইন্দিরা সাহা বলেন, ওবিসিদের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে। কিন্তু তা যথাযথ ভাবে মানুষের কাছে পৌঁছায় না। সাধারণ মানুষকে সেই সুবিধা পাইয়ে দিতে আমরা সচেষ্ট। রাজ্যে ওবিসি মোর্চার নেতৃত্বেই অনগ্রসর শ্রেণীর বিকাশ ঘটবে বলে জানান ইন্দিরাদেবী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট