১০ লক্ষ টাকার জালনোট সহ গ্রেপ্তার এক ব্যাক্তি


বৃহস্পতিবার,২০/০৯/২০১৮
485

বাংলা এক্সপ্রেস---

মুর্শিদাবাদঃ- ১০লক্ষ টাকার জালনোট সহ গ্রেপ্তার এক ব্যাক্তি। ধৃত ব্যাক্তির নাম কাজিরুল সেখ(৩৫)। মঙ্গলবার সকালে ফরাক্কা ব্যারেজ গেটের সামনে থেকে জালনোট কারবারিকে গ্রেপ্তার করে ফরাক্কা থানার পুলিস। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ বহরমপুর জেলা পুলিস সুপার মুকেশ কুমারের অফিসে এক সাংবাদিক সম্মেলন করে বলেন ধৃত ব্যাক্তি ঝাড়খন্ডের এক জালনোট কারবারিকে এই জালনোটগুলি পৌছে দেওয়ার উদ্দেশ্যে মোটর বাইকে ফরাক্কা হয়ে ঝাড়খন্ডের দিকে যাচ্ছিল।ধৃতের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার মন্দায় এলাকায়। মঙ্গলবার তাকে আদালতে তুলে ৭দিনের পুলিস হেফাজতের আবেদন জানাবে বলে পুলিস সুপার জানিয়েছেন।

গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার পুলিস মঙ্গলবার সকালে ওই জালনোট কারবারিকে গ্রেপ্তার করে তাকে তল্লাশি চালিয়ে ২হাজার টাকার ৫০০টি মোট ১০লক্ষ টাকার উন্নত মানের জালনোট উদ্ধার করে। ধৃতের কাছ থেকে একটি মোটর বাইক, একটি মোবাইল ফোন এবং একটি স্কুল ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। তবে যাকে দেওয়ার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল তার নাম ঠিকানা পুলিস তদন্তের স্বার্থে গোপন রেখেছে। ধৃতদের মঙ্গলবার আদালতে তুলে ৭দিনের পুলিসি হেফাজতের আবেদন জানাবে বলে জানান পুলিস সুপার।

https://youtu.be/6H9f5grDhfQ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট