বাড়ি ফিরলেন ডার্বির নায়ক পিন্টু


বৃহস্পতিবার,২০/০৯/২০১৮
447

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর : প্রত্যন্ত জঙ্গলমহল থেকে উঠে এসে কলকাতায় ডার্বি লিগে নিজের ব্যাপ্তির সূচনা করেছে পিন্টু। ডার্বইতে পিন্টু মাহাতার গোল রাতারাতি তাকে হিরো বানিয়ে দিয়েছে । পাশাপাশি গোটা কলকাতা লিগেই তাঁর পারফর্মেন্স নজর কেড়েছে সমর্থকদের । উল্লেখ্য রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় জঙ্গলমহলে হচ্ছে জঙ্গলমহল কাপ। যেখানে প্রত্যন্ত গ্রামের ছেলে-মে রা সুযোগ পাচ্ছে নিজেদের মেলে ধরতে । আর সেখান থেকেই শুরু করে আজ স্বপ্নের দৌড়ে জঙ্গলমহলের পিন্টু। বলাই বাহুল্য জঙ্গলমহলের বুকে এই রকম সাফল্য এই প্রথম বার এসেছে। যার জন্য আজ আনন্দিত জঙ্গলমহলবাসী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট