হাওড়া: আজ বেলা বারোটা নাগাদ হাওড়া সংশোধনাগার থেকে পাঁচিল টপকে পালিয়ে যায় এক বিচারাধীন বন্দী। সূত্রের খবর আজ বেলা বারোটা নাগাদ হাওড়া সংশোধনাগারে ভিজিটিং আওয়ারে সময় তাকে দেখা না যাওয়ায় সংশোধনাগারে থাকা অফিসার এবং পুলিশকর্মীদের সন্দেহ হয় এবং তারা হুইসেল বাজাতে সংশোধনাগারে। এই ঘটনায় হাওরা থানায় খবর দিলে হাওড়া থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে আসেন এবং তারা হাওড়ার সংশোধনাগারে চারপাশে ঘুরে দেখেন যে পাঁচিল থেকে ঝাঁপ মারার পায়ের চিহ্ন দেখা যায়। এখান থেকেই পালাতে পারে ওই বন্দি এমনটাই অনুমান পুলিশের ।জানা গেছে বেশ কয়েক বছর আগে হাওড়া ডোমজুড় থানার বধূ নির্যাতন কেসের আসামী শেখ ইসরাইল।
হাওড়া সংশোধনাগার থেকে পাঁচিল টপকে পালিয়ে যায় এক বিচারাধীন বন্দী
বৃহস্পতিবার,২০/০৯/২০১৮
451
বাংলা এক্সপ্রেস---