খাটের ফাঁকে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল ৯ মাসের এক শিশু সন্তানের


বৃহস্পতিবার,২০/০৯/২০১৮
492

বাংলা এক্সপ্রেস---

ঘুমন্ত বাবা মা এর মাঝখান থেকে হামাগুড়ি দিয়ে উঠে খাটের ফাঁকে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল ৯ মাসের এক শিশু সন্তানের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার শিবনিবাস কৃষ্ণপুর এলাকায়।

সূত্রের খবর রোজকার মতো গত রাতেও ৯ মাসের সন্তান অনিকেত ঘোষ কে মাঝে শুইয়ে ঘুমিয়ে পড়েন বাবা মিঠুন ঘোষ ও মা অষ্টমী ঘোষ। অনিকেত সবে মাত্র হামাগুড়ি দেয়। কিন্তু তার পরিণতি যে এরকম মর্মান্তিক হবে কে জানতো! ভোরে ঘুম ভেঙে অষ্টমী অনিকেত কে বিছানায় না দেখে চমকে যান। স্বামী কে ডাকার পর দেখা যায় খাটের সাথে দেওয়ালের ফাঁকে গলা আটকে নিথর অনিকেত।

কান্নার শব্দ শুনে প্রতিবেশী রা ছুটে আসেন। তারা উপদেশ দেন স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে চূর্ণী নদীর ধারে রেখে আস্তে। সেই মতোই কাজ করেন হতভাগ্য বাবা মা ও অন্যান্য রা।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। তারাই মৃত দেহ তুলে কৃষ্ণগঞ্জ হাসপাতাল ও থানায় নিয়ে যান। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট