এক বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে যৌননিগ্রহে অভিযোগ ওঠায় অভিযুক্ত বৃদ্ধের বাড়ি এবং দোকানঘর ভাঙচুর


বৃহস্পতিবার,২০/০৯/২০১৮
473

বাংলা এক্সপ্রেস---

উত্তর দিনাজপুর: এক বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে যৌননিগ্রহে অভিযোগ ওঠায় অভিযুক্ত বৃদ্ধের বাড়ি এবং দোকানঘর ভাঙচুর চালালো গ্রামবাসিরা।এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তরঙ্গপুর বাজার চত্বর।বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে উত্তেজিত গ্রামবাসিদের শান্ত করেন।অভিযুক্ত বৃদ্ধ পলাতক।অত্যাচারি শিশুকে চিকিৎসার জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়েছে।অভিযুক্তের খোঁজে তল্লাশী চালাচ্ছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।

এদিন সন্ধ্যা সাড়ে সাতটার নাগাদ দ্বিতীয় শ্রেণীর স্কুল থেকে বাড়ি ফিরছিল। সেই সময় তাকে ডেকে চায়ের দোকানে ঢোকায় রাখাল ব্যানার্জি নামে এক বৃদ্ধ। এলাকার জনপ্রিয এই চায়ের দোকানের ভেতর ওই শিশুকন্যার সাথে যৌননিগ্রহ করে বলে অভিযোগ।শিশুটির মায়ের কাছে ঘটনাটি জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে। আচরণ করেছে স্কুল থেকে ফিরে এসে শিশুকন্যা তার মায়ের কাছে একথা জানান, জানালে ঘটনা প্রকাশ্যে আসে। এরপর এলাকার বাসিন্দা রাখালবাবুর বাড়িতে চড়াও হন।এছাড়াও দোকানে চলে ভাঙচুর। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হন গ্রামবাসিরা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় কালিয়াগঞ্জ থানার পুলিশ।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট