মাঝেরহাট ব্রিজ ভাঙার কাজে ব্যবহার করা হবে “জ অ্যান্ড ক্রাসার”


বৃহস্পতিবার,২০/০৯/২০১৮
754

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: মাঝের হাট ব্রিজ ভাঙার কাজে ব্যবহার করা হবে “জ অ্যান্ড ক্রাসার” মেশিন। মুম্বাইয়ের এক সংস্থার সঙ্গে এই বিষয়ে চুক্তি করেছে PWD. নবান্ন সূত্রে খবর, মুম্বাই থেকে আনা হবে এই “জ অ্যান্ড ক্রাসার”। আগামীকাল বৃহস্পতিবার আসার কথা মুম্বাই থেকে।বুধবার থেকে মাঝেরহাট ব্রিজ ভাঙার কাজের প্রস্তুতি শুরু হলো। মোমিনপুর এর দিক থেকে ব্রিজের উপরের ভেঙে যাওয়া অংশ এবং দুই পাশে ঘেরা হচ্ছে টিনের প্রাচীর দিয়ে। ভাঙার জন্য ব্রিজের উপর আনা হয়েছে JCB।  ফেলা হচ্ছে ব্রিজের নিচে থাকা অস্থায়ী দোকানগুলি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট