পশ্চিম মেদিনীপুর:- চন্দ্রকোনায় বাস ও অল্টো মুখোমুখি সংঘর্ষ হয় অাহত হন মারুতি অল্টো গাড়ির ড্রাইভার। অাজ সকাল ১০ টা নাগাদ গড়বেতা পাঁশকুড়া মহামায়া গাড়িটি ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়ক ধরে অাসছিল ক্ষীরপাই ঘুঘু ডাঙা কালি মন্দিরের কাছে উল্টো দিক থেকে একটি মারুতি নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে বাসটিকে অাহত হয় মারুতির ড্রাইভার। খবর পেয়ে ক্ষীরপাই ফাঁড়ির অফিসার এসে উদ্ধার করে।
চন্দ্রকোনায় বাস ও অল্টো মুখোমুখি সংঘর্ষ,আহত এক
বৃহস্পতিবার,২০/০৯/২০১৮
474
বাংলা এক্সপ্রেস---