ঝাড়গ্রাম:- কেন্দ্র সরকারের জন বিরোধী নীতি ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করল গোপিবল্লভপুর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস,পোডান হয় মোদীর কুশপুতুলও। বিগত কয়েক মাস ধরে পেট্রোপণ্যের দাম ক্রমশ বেড়েই চলেছে। যার ফলে প্রভাব পড়েছে বাজারেও। মঙ্গলবার ঝাড়্গ্রাম জেলার গোপিবল্লভপুরে ব্লক তৃণমূল কংগ্রসের নেতৃত্বে এই মিছিলের আয়োজন করা হয়েছিল। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন দুলাল মুর্মূ। এদিন নয়াগ্রামের আমজাম মোড় মোড় থেকে মিছিল শুরু করে জামশোলা গেটে শেষ হয়।এদিন কয়েকশো মানুষজন এই প্রতিবাদ মিছিল পা মিলিয়েছেন।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোপীবল্লভপুরে মোদীর কুশপুতুল দাহ
মঙ্গলবার,১৮/০৯/২০১৮
740
বাংলা এক্সপ্রেস---