উত্তর দিনাজপুর: পুলিশের সাথে সাধারণ মানুষের সম্পর্ক কে আরো নিবিড় করার জন্য উত্তর দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে কালিয়াগঞ্জ থানার
ব্যবস্থাপনায় ক্ষেত ও নদী উৎসবের সূচনা হল কালিয়াগঞ্জ রশিদপুর স্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলার মধ্য দিয়ে ।
এদিন অনুষ্ঠানের সূচনা করেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দিপা সরকার ফুটবলে কিক করে ।এদিনের খেলায় বরুনা জনকল্যাল ৪–০গোলে পুরিয়া ঐক্য সন্মেলনীকে হারিয়ে বিজয়ীর গৌরব অর্জন করে।খেলার প্রথমার্ধে বরুনা জনকল্যাণের শীরেশ বর্মন একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়।পরবর্তীতে বরুনা দলের শিশু পাহান ও সজল মারডি খেলার দ্বিতীয়ার্ধে একটি করে গোল দেয়।পুরিয়া সন্মেলনীয় বেশ কিছু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি।এর পরেও পুরিয়া সন্মেলনী নিজেদের খামখেয়ালিপনার কারনে একটি আত্মঘাতী গোল করে।এদিন অনুষ্ঠানের সূচনা করেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দিপা সরকার ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তপন দেব সিং ,বিশিষ্ট সমাজসেবী ও জেলা পরিষধের সদস্য দধি মোহন দেব শর্মা জেলা পরিষদ সদস্যা মোমেনা আহমেদ,সমাজ সেবী তারেক আহমেদ ,স্বপন সরকার ব্যবসায়ী সমিতির সাধারণ সমাদক সুনীল সাহা, কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ রায় এবং কালিয়াগঞ্জ থানার টাউন বাবু অতনু চক্রবর্ত্তী
শুরুতে সাংবাদিক তপন চক্রবর্তীর কন্ঠে পরিবেশিত হয়ফুটবল খেলা নিয়ে উদ্বোধনী সংগীত,উল্লেখ্য রাজ্যেরমুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষিত ক্ষেত ও নদী উৎসবআজ সারা রাজ্যে পালন করা হচ্ছে।তার ই অঙ্গ হিসেবে উত্তর দিনাজপুর জেলার বিভিন্নথানায় এই উৎসব পালন করা হয় ।যেমন ভাবে পালন করা হলো কালিয়াগঞ্জ থানার উদ্যোগে কালিয়াগঞ্জ স্টেডিয়ামেপ্রীতি ফুটবল খেলার মধ্য দিয়ে ।
এদিন ফুটবল খেলাকে কেন্দ্র করে সাধারণ মানুষদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ । বহু দূর-দূরান্ত থেকে মানুষ আসেনসেই খেলা উপভোগ করতে।প্রচন্ড রোদ কে উপেক্ষা করেতারা এই খেলা উপভোগ করে দর্শকাসনে থেকে।