এশিয়া কাপ থেকে শ্রীলঙ্কাকে বিদায় করে আফগানদের ঐতিহাসিক জয়


মঙ্গলবার,১৮/০৯/২০১৮
671

বাংলা এক্সপ্রেস---

আবুধাবি:আফগানিস্তানের কাছে প্রর্যুদস্ত হয়ে চতুর্দশ এশিয়া কাপ ক্রিকেট থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা।গ্রুফ বি এর দ্বিতীয় ম্যচে ৯১ রানের বিশাল ব্যবধানে পরাজয় স্বীকার করতে বাধ্য হয় লঙ্কান হিংহরা।কার্যত আফগান বোলিং ব্রিগেডের সামনে দাঁড়াতেই পারেনি তারা।আফগানিস্তানের করা ২৪৯ রান তারা করতে নেমে ৪১.২ ওভারে মাত্র ১৫৮ রান করেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

এর আগে টসে জিতে আফগান দলপতি আসঘর স্তানিকজাই ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেন।প্রথমে ব্যাট করে তারা সবকটি উইকেট হারিয়ে ২৪৯ রান করে।আফগানদের পক্ষে রহমত শাহ ৫ টি চারের সাহায্যে ৯০ বলে সর্বচ্চ ৭২ রান করেন।এহসান উল্লাহ ৬৫ বল খেলে ৪৫ রান করতে ৬ টি বলকে সীমানা ছাড়া করেন।হস্মতুল্লাহ শৈদি ২ টি বাউন্ডারি মেরে ৫২ বলে ৩৭ রান করেন।৪ টি চার ও ১ ছক্কায় ৪৭ বলে ৩৪ রান করেন মুহাম্মদ শেহজাদ।লঙ্কানদের মধ্যে সর্বচ্চ ৫ উইকেট তুলে নেন থিসারা পেরেরা।৫ উইকেট তুলতে তিনি ৯ ওভার হাত ঘুরিয়ে খরচ করেন ৫৫ রান।

দ্বিতীয় ইনিংসে ২৪৯ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে আফগান বোলারদের তোপের মুখে পড়ে নিয়মিত উইকেট খোয়াতে থাকে লঙ্কা বাহিনী।মাত্র ১৫৮ রানের অল আউট হয় যায় তারা।ফলে ৯১ রানের লজ্জা জনক হারের স্বাদ পেতে হয় তাদের।

অন্যদিকে যুদ্ধ বিধ্বস্থ আফগানিস্তান শক্তিশালী শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ম্যাচে প্রথম বারের মতো জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে ফেলেন।পাশাপাশি ৫ বারের এশিয়া জয়ীদের বিদায় ও নিতে হল এবারের টুর্নামেন্ট থেকে।উল্লেখ গত ১৫ সেপ্টেম্বর উদ্ভোধনী ম্যাচে বাংলাদেশের কাছেও লজ্জাজনক ভাবে ১৩৭ রানে হেরেছিল তারা।সেদিন ও লঙ্কানরা ৩৫.২ ওভারে মাত্র ১২৪ রানে মাঝ আকাশেই ভেঙে পড়ে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট