ত্রিপুরায় চাকুরী হারাতে চলেছে ১০,৩২৩ জন শিক্ষক


সোমবার,১৭/০৯/২০১৮
4294

আগরতলার প্রতিনিধি :---

আপাতত কিছুটা হলেও স্বস্তি। চাকরীচ্যুত ১০,৩২৩ শিক্ষকের চাকরী মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৪ অক্টোবর। জানা গেছে, সোমবার সুপ্রিম কোর্ট ১০,৩২৩ শিক্ষকের চাকরী মামলার পরবর্তী শুনানি হিসাবে আগামী ২৪ অক্টোবর দিন ধার্য করে। উল্লেখ্য বাম আমলে আদালতের রায়ে ১০,৩২৩ শিক্ষকের চাকরি যায়। কিন্তু পরবর্তী সময়ে বিজেপি-আইপিএফটি সরকারের আসার পর মানবিক দৃষ্টিকোণ থেকে ২০২০ পর্যন্ত চাকরি চ্যুতদের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়। সেই আবেদন গ্রহণ করা হয়েছে। জানা গেছে, পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত বহাল থাকবে ১০,৩২৩ শিক্ষকের চাকরি। সোমবার সুপ্রিম কোর্ট আগামী ২৪ অক্টোবর শুনানির পরবর্তী দিন ধার্য করে।

জানা গেছে, আগামী ‘ পরবর্তী শুনানির তারিখের আগ পর্যন্ত এই চাকরীচ্যুত ১০,৩২৩ শিক্ষকের চাকরি বহাল থাকবে। এদিকে ১০,৩২৩ শিক্ষকের চাকরিচ্যুতির পর তাদের চাকরির মেয়াদকাল বাড়ানোর দাবি বিগত সরকার করেছিল। সে সময় ছয় মাস তাদের চাকরির সময়সীমা বেরে ৩০ জুন পর্যন্ত নিযুক্ত ছিল। তারপর নতুন সরকার তাদের চাকরির মেয়াদ এডহক ভিত্তিতে আরও দুবছর বাড়ানোর আবেদন করেছিল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট