মুখ্যমন্ত্রীর পছন্দের ব্যক্তিরা সব গুরুত্বপূর্ণ পদে, তাই বারবার বিপর্যয় আসছে: মহম্মদ সেলিম


রবিবার,১৬/০৯/২০১৮
651

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: রবিবার সি পি আই (এম)-র পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেছেন, শনিবার গভীর রাতে কলকাতার বাগরি মার্কেটে যে আগুন লেগেছে তা রবিবার বিকেল পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। দ্রুত আগুন নেভানোর জন্য সবরকম ব্যবস্থার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে ঐ এলাকার সমস্ত আবাসিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

উৎসবের মুখে অগ্নিকান্ডের এই ঘটনায় ব্যবসায়ীদের বড় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের ব্যবস্থা ও তাঁরা যাতে দ্রুত পুণরায় কাজকর্ম শুরু করতে পারেন তার জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।

কলকাতায় বহু বেআইনী নির্মাণ হয়েছে যার ফলে অগ্নিকান্ড সহ বড় বিপদের আশঙ্কা বাড়ছে। মুখ্যমন্ত্রী তাঁর পছন্দের এমন সব ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে রেখেছেন যার ফলে বিপর্যয়গুলি এড়ানোর ও মোকাবিলার প্রশাসনিক কাজে গুরুতর গাফিলতি বারবার দেখা যাচ্ছে ও রাজ্যবাসীকে বারবার বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট