হাওড়া: বজ্রাঘাতে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবক কামারুল হোসেন মল্লিক (২৬) উলুবেড়িয়া থানা এলাকার মদাই এর বাসিন্দা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে উলুবেড়িয়ার মদাই এলাকার বাসিন্দা হলেও কর্মসুত্রে রাঁচিতে থাকতো পেশায় কাঠের মিস্ত্রি কামারুল। শনিবার দুপুরে রাঁচি থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেনে চেপে উলুবেড়িয়া স্টেশনে নামে এবং সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রহনা হয়। হটাৎ বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড বৃষ্টি শুরু হলে বাড়ির অদূরেই একটি শেডের নিচে দাঁড়িয়ে যায় কামারুল। সেই সময় তার পাশেই একটি বাজ পড়লে, সেখানেই পড়ে গিয়ে সংঞ্জাহীন হয়ে পড়ে সে। এলাকার লোকজন তাকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
বজ্রাঘাতে মৃত্যু হল এক যুবকের
রবিবার,১৬/০৯/২০১৮
568
বাংলা এক্সপ্রেস---