১৬টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে কিশলয় কাপ ফুটবল টুর্নামেন্ট


শনিবার,১৫/০৯/২০১৮
434

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:- লছমাপুর ৩ নং অঞ্চলের ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে কিশলয় কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজকে মহিশা ডুবগোহাল ফুটবল মাঠে। রাজ্যের মধ্যে এই প্রথম কচিকাঁচাদের নিয়ে এই খেলার আয়োজন। আজকের আধুনিক প্রযুক্তির যুগে একান্নবর্তী পরিবার ভেঙ্গে গিয়ে টুকরো হয়ে গিয়েছে। হারিয়ে গিয়েছে খেলাধুলার মানষিকতা।

এখনকার কিশলয়রা দূরদর্শন এবং মোবাইল এর মধ্যে নিমজ্জিত করে ফেলেছে নিজেদের কে। তখন লছমাপুর ৩ নং অঞ্চলের উদ্যোগে আয়োজিত একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা নিঃসন্দেহে একটি আলাদা পরিচয় বহন করে। খেলাধুলা র মধ্য দিয়েই শূস্থ শরীর গঠন হয়, সামাজিক ভেদাভেদ দূর হয় এই নীতি বাক্যগুলি বিভিন্ন বক্তা তাঁদের বক্তব্যে তুলে ধরেন। উপস্থিত ছিলেন জেলা সহ-সভাধিপতি অজিত মাইতি, সমাজসেবী তৃষিত মাইতি, এস আই প্রবীর সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট