হাওড়া জেলা হাসপাতাল থেকে দুই জন রুগী উধাও


শনিবার,১৫/০৯/২০১৮
652

বাংলা এক্সপ্রেস---

হাওড়া : গতকাল দুপুরে হাওড়া জেলা হাসপাতাল থেকে দুই জন রুগী পালিয়ে যায়। বাড়ির লোক হাসপাতাল আসলে তাদের কাউ কে খুজে পায়না হাসপাতাল সূত্রের খবর বাসুদেব সর্দার এবং অজয় সাউ নামের ওই দুই রোগীকে বিকেল পর্যন্ত পাওয়া যায়নি। হাওড়া থানায় বিষয়টি জানানো হয়েছে হাসপাতালের তরফ থেকে। জানা গেছে বাসুদেব সর্দার পালিয়ে যান দুপুর দেড়টা নাগাদ। তিনি ভর্তি ছিলেন মেল মেডিকেল ওয়ার্ডে। তাঁর বাড়ি হাওড়ার বকুলতলা এলাকায়।এবং অজয় সাউ নিখোঁজ দুপুর দুটো থেকে। তিনি ভর্তি ছিলেন মেল সার্জিক্যাল ওয়ার্ডে। হাওড়া থানার পুলিশ এদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।পরিবারের অভিযোগ যে হাওড়া হাসপাতালে সিকিউরিটি থাকলেও রুগি পালায় কি ভাবে।এবিষয় হাসপাতালের করমি দের কাছে পুরো বিষয় টি জানতে গেলে তারা কিছুই বলতে চাইনা।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট