হুগলী: বিবাহিত মেয়েকে উত্ত্যক্ত করতো এক যুবক, প্রতিবাদ করায় ঘরে ঢুকে মেয়ের বাবাকে ছুরি চালালো অভিযুক্ত যুবক রাহুল দাস ।হুগলীর চুঁচুড়ার শরৎ সরণী চন্ডীনগর এলাকার ঘটনা । আশঙ্কাজনক অবস্থায় আহত বাদল দাস(৫৫) ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি । রাতে তার গলায় অস্ত্রপ্রচার হওয়ার কথা। আজ দুপুরে বাড়ির সদর দরজার সামনে চেয়ারে বসেছিলো পেশায় জামা-কাপড় ব্যবসায়ী বাদল।
পাশেই তার স্ত্রী সিবানী দেবী মেশিনে সেলাই করছিলেন। হঠাৎ করেই চুঁচুড়া রায়বাজার নিবাসী যুবক রাহুল দাস(২২) ঘড়ে ঢুকে বাদলের গলায় ধারালো অস্ত্র চালিয়ে দেয় বলে অভিযোগ। এরপর সিবানী দেবীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে চম্পট দেয় রাহুল। তড়িঘড়ি বাদলবাবুকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।